গুরু এবং শিষ্যের রম্য


 গুরু এবং শিষ্যদের মাঝে আলাপ হচ্ছেঃ 

গুরু: আমি রবিবার কক্সবাজার যাবো। 

এক শিষ্য: আচ্ছা গুরু আপনি হোটেল বুক করেছেন?

গুরু: হ্যাঁ, করেছি। সোমবার। 

ওই শিষ্য: কবে যাবেন? 

গুরু: রবিবার। 

ওই শিষ্য কিছুক্ষণ নিরব থেকে: আচ্ছা রবিবার যাবেন, সোমবার হোটেলে উঠবেন। কিন্তু রবিবার রাতে আপনি কোথায় থাকবেন!!

গুরু: মানে!!

ওই শিষ্য: মানে রবিবার রাতে আপনি কোথায় ঘুমাবেন!! 

গুরু সাত দিন পরে ফিরে আসলেন । শিষ্য আবার জিজ্ঞেস করলোঃ 

রবিবার রাতে আপনি কোথায় ঘুমিয়েছিলেন!! 


গুরু এবং অন্য শিষ্যরা: হা, হা, হা.....।। (অট্টহাসি)

#রম্য  


No comments:

Post a Comment