“শুভ জন্মদিন” বাংলা কবিতা


 শুভ জন্মদিনবাংলা কবিতা

--আলমগীর হোসেন ।

 

বছর ঘুরে আবারও এসেছে

আজকে নতুন দিন

জন্মদিন-তোমার শুভ জন্মদিন ।

 

দুপ্রান্তে থেকে শুনেছি মোরা কত আমাদের আকুতি

স্পর্শে করব অনুভব, যদি না থাকে দুচোখের দৃষ্টি ।

ওচোখে দেখেছি সপ্নকে জয় করার অদম্য ইচ্ছাশক্তি

লক্ষ্যে তুমি যাবে পৌঁছে সেটাতেই আমার একান্ত পরিতৃপ্তি ।

 

পৃথিবী হয়ে যাবে ধ্বংস

বিশ্বাস যদি বিন্দুমাত্রও না থাকে অবশিষ্ট ।

অভিমানে করোনা অপূরণীয় ক্ষতির কিছু ভুল

আক্ষেপে, নিরাশায় বিনষ্ট হবে আমার সকল সুখ ।

 

অন্ধকারে ছিলাম আমি

বিন্দু পরিমান হলেও তুমি দেখিয়েছিলে আলো

আমায় দিয়ে অগ্রাধিকার

আজীবন এভাবেই থেকো তুমি আমার বিশ্বস্থ

অজ্ঞ তোমায় ভালবাসায়, সম্মান করি সীমাহীন

যদি থাকো অবিচল, অরোরার সপ্ন তোমার হবে পূরণ এটা সুনিশ্চিত ।

বৈঠাবিহীন উত্তপ্ত নদী আমি দিয়েছি পাড়ি

অপেক্ষা শুধু, আসবে সুদিন থাকবে তুমি হয়ে আমার সাথী ।

তোমায় নিয়ে নতুন পথের করব আমি সৃষ্টি

এখন একান্তই  নিঃস্ব আমি, যদিও উদ্দমী ও পরিশ্রমী ।

তাইতো জন্মদিনে তোমার উপহার

মহামূল্যবান একমাত্র হৃদয় আমার ।

 

পূর্ব দিগন্তে আলোকিত করে, আজ উঠবে নতুন সূর্য

অকাতরে ছড়িয়ে যাবে মনোরম, বিশুদ্ধ ঔজ্বল্য

প্রতিফলিত হবে দীপ্তিপূর্ণ সেই রশ্নি

পড়ে আমার উপন্যাসের শুভ্র পাতায়

তোমার জন্মদিনে আমাকে উদ্ভাসিত করা

সে আলোর উষ্ণ শুভেচ্ছা তোমায় ।

শুভ জন্মদিন । 




2 comments: