কাগজফুলে নবরুপে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ


 কাগজফুলে নবরুপে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ 

আলমগীর হোসেন । 

 

প্রতিক্ষনে, প্রতিপদে বিজ্ঞান ও প্রযুক্তির সংস্পর্শ যেন কোন নেতিবাচক প্রভাব না ফেলে সেজন্যই এবার ভিন্ন আয়োজন । কাগজফুলে নবরূপে সবার সামনে উন্মোচিত হলো কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মতো একটি প্রযুক্তি নির্ভর বিভাগ । কাগজ দিয়ে ছাত্রছাত্রীদের হাতে তৈরী ফুলই এবার সকলের মনোযোগ আকর্ষণ করে ছড়িয়েছে মুগ্ধতাকেড়ে নিয়েছে  সকলের অপলক দৃষ্টি । টানা কয়েকদিনের পরিশ্রমে মেধাবী শিক্ষার্থীদের তৈরিকৃত কাগজ ফুল গুলোই  তাদের মেধার বহিঃপ্রকাশ, যা পুরো বিভাগকে এক নতুন রূপে সজ্জিত করেছে । এ যেন নানা রংয়ের, নানা সৌন্দর্যের এক ফুলের সাম্রাজ্য, কিন্তু দেখে বোঝার ক্ষমতা নেই সবই কাগজের ফুল । বলছিলাম ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত প্রাইম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব দ্বারা আয়োজিত সিএসই ফেষ্ট ২০২২  উপলক্ষ্যে জমকালো  আয়োজন ও সাজসজ্জার কথা ।

ছবিতেঃ রাবেয়া সুলতানা, সিনিয়র লেকচারার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, প্রাইম বিশ্ববিদ্যালয়, ঢাকা । 

প্রথমেই সিদ্ধান্ত নেওয়া হয় গতানুগতিকের বাইরে যেয়ে মেধাবীরাই কাগজফুলে ফুটিয়ে তুলবে প্রাকৃতিক সৌন্দর্য্যের বহিঃপ্রকাশ । যেন পাঠক্রম বহির্ভূত কার্যক্রমের সাথে আনন্দ নিয়ে যে কেউ কম্পিউটার বিজ্ঞান পড়তে পারে, বহিরাগত যে কারো মধ্যে মুগ্ধতা ছড়িয়ে নিমজ্জিত করতে পারে অন্য স্বাদে । এই সিএসসি ফেস্টের আয়োজনকে সম্মৃদ্ধ করতে ছাত্রছাত্রীদের লজিক্যালি শক্তিশালী করার জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করা হয় । এগুলোর পাশাপাশি বিভাগ তথা বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরো একধাপ এগিয়ে নিতে এবং ছাত্রছাত্রীদের নতুন করে উজ্জীবিত করার জন্য উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী, গবেষণা আইডিয়া উপস্থাপন, পোস্টার প্রেজেন্টেশন, গেমিংয়ের প্রতিযোগিতাও করা হয় । দৃষ্টিনন্দন সব আয়োজনের সাথে এরকম  সব মেধার প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের সাগ্রহে অংশগ্রহণ সত্যিই  চোখে পড়ার মতো । শিখতে হবে আনন্দ নিয়ে, আর যদি তাই হয়, তাহলে যেকোন কঠিন বিষয় বুঝে নতুন কিছুর উদ্ভাবন তো মাত্র সময়ের ব্যাপার । মন যদি প্রফুল্ল থাকে, শেখার পরিবেশ যদি থাকে আনন্দভরা অনুকূলে, তাহলেই তো শেখার স্বার্থ শতভাগ যথার্থ হবে । তাইতো এবারের নির্ধারিত "উজ্জীবিত পরিবেশে আনন্দচিত্তে শিখবো প্রকৌশল ও প্রযুক্তি" প্রতিপাদ্যে কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব শতভাগ  সফল ।  ১৩ ও ১৫ই ডিসেম্বর ২ দিনের জমকালো সব আয়োজন শেষে আমন্ত্রিত অতিথিদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া ও সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয় এবারের সিএসই ফেষ্ট । অনুষ্ঠান শেষ হতে না হতেই ছাত্রছাত্রীদের কাগজফুলের সাথে নানা ঢঙ্গয়ের ছবি ও ভিডিওগ্রাফিতে সোশ্যাল মিডিয়াও সিক্ত হয়ে যায় । সর্বোপরি, অনুষ্ঠান  শেষ হয়ে গেলও  প্রায় প্রতিদিনই অন্যান্য বিভাগের ছাত্রছাত্রীরা  এবং  বহিরাগতরা অতি উৎফুল্লতার সাথে   কাগজ ফুলে মুড়ানো  সিএসই বিভাগ পরিদর্শনে আসছে ।

ছবিতেঃ রাবেয়া সুলতানা, সিনিয়র লেকচারার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, প্রাইম বিশ্ববিদ্যালয়, ঢাকা । 


No comments:

Post a Comment